প্রেমই শক্তি প্রেমই মুক্তি
হাসনাইন সাজ্জাদী
।।
প্রেমে মুক্তি খোঁজে যারা অমর হয়েছে
তারা বিজ্ঞানী
আর প্রেমে শক্তি খোঁজে যারা মুক্তি চায়
তারা কবি
প্রেম ভিন্ন অন্যকিছুতে নেই সত্য নেই শান্তি।
ঘর সংসার সন্তানাদি স্ত্রী প্রেমিকা নদনদী
পাহাড় পর্বত বৃক্ষরাজি শস্যদানা
সফট ড্রিংকস হার্ড ড্রিংকস
সবই সত্য সব নিয়েই সৃষ্টিতত্ত্বের পরমেশ্বর।
বিবর্তন ধারায় আগমন
প্রকৃতিতে বিচরণই প্রেম
প্রেমের বিবর্তনই মোহজাল
আমি প্রেমের মোহজালে মুক্তি খুঁজি।
Leave a Reply