শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

প্রাত্যহিক -হাসনাইন সাজ্জাদী

প্রাত্যহিক -হাসনাইন সাজ্জাদী

প্রাত্যহিক -হাসনাইন সাজ্জাদী

প্রাত্যহিক
।।
প্রতিদিনই কিছু কিছু নতুন বন্ধুর ফ্রেন্ড রিকুয়েস্ট পাচ্ছি।তাই তাদের কাউকে কাউকে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য কিছু পুরনো বন্ধুদের আস্তে করে সরিয়ে দিচ্ছি।কিন্তু তা মন থেকে নয়,প্রয়োজন থেকে।
তবে বন্ধু গ্রহণের ক্ষেত্রে প্রগতিশীল হওয়া বাঞ্চনীয়।আর বিদেয় বেলা মৌলবাদীদের অগ্রাধিকার।আপনি যে কোন ধর্মের হোন না কেন,আমি ফেসবুকে ধর্মচর্চার বিরোধী।বেদ ও কোরআনকে যারা বিজ্ঞান মনে করেন আমি তাদের শুধু নির্বোধ মনে করি।তবে এ নিয়ে আলোচনায় পক্ষে বিপক্ষে কোনো পক্ষেই আমি নই।বিজ্ঞানের এ অগ্রগতির পক্ষে ধর্মের কোনো সংযোগ নেই বলে আমি মনে করি।ধর্মকে আমি সীমিত পর্যায়ে রাখার পক্ষে।এ নিয়ে হৈচৈ বা তালগোলেও থাকতে চাই না।তাই কেউ গালিগালাজ করলেও ক্ষতি নেই।এটা যাদের কাজ তারা করবেই।
আমার কাজ আমি করি,করে যাই।যাব করে।
মৌলবাদীদের হাতে পটল না তুলা পর্যন্ত আমার কাজ এ বিজ্ঞানচর্চাকে চালিয়ে নিয়ে যাওয়া।
চালিয়ে যাওয়া।
আমি প্রকৃতির প্রতিনিধি।প্রকৃতির কাজ বিজ্ঞানের রসদ হওয়া।
যারা বন্ধু তালিকায় বন্ধু হয়ে চুপচাপ আছেন।অনেক দিন থেকে যাদের কোনো সাড়াশব্দ নেই।কিংবা আমি যাদেরকে লাইক কমেন্ট দিয়েও চুপচাপ থাকতে দেখছি,তাদের মধ্যে কেউ কেউ মৌলবাদীও থাকতে পারে।কেউ কেউ নিজেই নিজের ওয়ালে ইনএক্টিভ।তাদের সবাইকেই অগ্রাধিকার দিচ্ছি বিদায় সম্ভাষণে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD