পৃথিবীর প্রতিশোধ
হাসনাইন সাজ্জাদী
।।
পৃথিবীর শরীর থেকে ছাড়িয়ে নেয়া হয়
চর্ম নখ একে একে
খুবলে তোলা হয় মাংসকোষের মই পাকানো দড়ি হায়
তুলে নেয়া হয় চোখ কান নাক চুলের গোছা দুধের বোটা
পান করা হয় পৃথিবীর সকল রক্ত শিরা কেটে সিঙ্গার সাহায্যে
এমন দুর্দিন দেখেনি এর আগে বিপুলা পৃথিবী।
পৃথিবী চেয়েছিল মা হতে প্রকৃতির সন্তানদের
তাকে মাতৃসম ভাবেনি তার সন্তানেরা
তারা ভেবেছে প্রকৃতিকে তাদের হাতের পুতুল
ব্যাংক লুটেরাদল যেমন তারল্যসংকট তৈরি করে নানা বাহানায়
তারা যেমন ভাবে লুটপাট করাই এখন মোক্ষম নীতি।
নদীর প্রবাহিত জল লুটে নেয় মানুষ প্রবাহিত পলিও লুটে নেয় তারা
লুটে নেয় বৃক্ষের ফল ক্ষেতের ফসল পশুপাখির প্রাণ
হায় নিয়তি!
চুষে নেয় মাঠের উর্বরতা বাতাস থেকে অক্সিজেন আকাশ থেকে বৃষ্টি
এমনকি সূর্যের মিষ্টি আলো থেকে লুটপাট করে তারা মিষ্টি তাপ।
পৃথিবীর কান্নার নাম করোনাভাইরাস
পৃথিবীর রৌদ্ররোষের নাম খরা দূর্যোগ ঘনঘটা।
প্রকৃতি এখন তারই প্রতিশোধ নিচ্ছে উত্তাপে অসুখের সাহায্যে
মানুষের চামড়া পুড়ছে এখন তারই অভিশাপে
অভিশপ্ত হচ্ছে চর্ম,কর্ণ,নাসিকা,কেশগুচ্ছ হাত,মাথা,নখ
পৃথিবীর হাতে এখন একরাশ প্রতিবাদের বিষাক্ত ছোবল।
Leave a Reply