পূনরায় দেখা হোক
ড.গৌরী ভট্টাচার্য্য
সযত্নে রাখা বিপত্তির স্মৃতি
মনের গভীরে সঞ্চয়,
বৃষ্টিধারায় ধীরে ধীরে সেথা
প্রেমের ধনঞ্জয়।
নেই প্রতারণা,
নেই প্রবঞ্চনা,
সত্যি সত্যি জেনো,
ভালবাসা শুধু গল্প রচেনা,আমি মানি, তুমি মেনো।
প্রিয়জন কত যাচ্ছে আসছে সমুখের পথ ধরে,
লিখতে বসে ভাবছি তোমায় ভুলবো কেমন করে।
মেঘে অনুরাগে,
ভেজা ভেজা লাগে,
শরীর শিউরে ওঠে,
প্রাণের আবেগ চৌকাঠে ঠেকে
বন্ধন গোটে গোটে।
বিজলীর মতো ঝিলমিল করে টুকরো টুকরো কথা,
স্পর্শ সুখের উন্মাদনা প্রেমের আকুলতা।
মাথার উপর চাঁদ লুকিয়েছে,মেঘ গুমগুম করে,
বহুবর্ষ ধরে।
বাঁচামরার যুদ্ধ চলছে, প্রেম কোথা কোন্ আলোক!
সবকিছু শেষ হবার আগে পূনরায় দেখা হোক।।
Leave a Reply