শনিবার, ২৭ Jul ২০২৪, ০১:২৪ অপরাহ্ন

পুড়ায় যে অভিমান -পলক রহমান

পুড়ায় যে অভিমান -পলক রহমান

পুড়ায় যে অভিমান
-পলক রহমান।

যখন ভালবাসতে শিখলাম তখন দেখি
আমার প্রেমই আমাকে ছেড়ে চলে গেছে
অনেক দূর। অথচ বার বার পিছল
খাওয়া এই প্রেম এবং ভালবাসার পথ
আর মত ছিল কারও জন্য অনুক্ষন
এক এবং অভিন্ন। কালবোশেখির ঝড়ও
তাকে টলাতে পারেনি এক বিন্দু তার
প্রোথিত শেকড়ের বিস্তার থেকে কোনো
কালবেলা।

এখন মনে পড়ে, তখন স্বপ্নের সড়কগুলো
ছিল এত প্রশস্ত যে সেখানে ভালবাসার
অনেক পথই এসে মিলে একাকার হত দিন
রাত, দিনের পর দিন, রাতের পর রাত।
তারপর তারা সেখানে বাসা বাঁধবে বলে
কত কিছুর আয়োজন নিয়ে থাকত মেতে।
পথ জানতও না তাকে হারাতে হবে কোন
ঠিকানাহীন মরুপ্রান্তে সবুজকে উপেক্ষা করে।

অথচ সেই সড়ক এখন সরু হতে হতে,
সরু হতে হতে চলে গেছে অনেক দূরে
যেখান থেকে দৃষ্টি অনায়াসে ফিরে আসে
নিজের কাছে নিজ সীমানায়। তবু এ মন
এখনও হারায় বিস্তির্ণ প্রেমের আবেগীয়
উষ্ম সীমান্তে। অথচ আমার টুঁইটম্বুরসম
স্বপ্নচূড় ভালবাসারা আজও বড্ড নিঃসঙ্গ
এবং বড্ড নিরাপত্তাহীন।

বার বার আমাকে ভালবাসার আঘাতে
শাসন করলেও একটিবারও বলে গেলে না
কখন এ প্রেম হামাগুড়ি দিতে দিতে তারা
দু’পায়ে শিখবে দাঁড়াতে, কখন তার ডাল
পালায় দোল খাবে আগামী সুখ এবং স্বপ্ন।
কখন তারা তোমার অব্যক্ত আদরের নেশায়
অপেক্ষা করতে করতে শিখবে সামাজিক
ভালবাসা। তাহলে কেন এই মূর্খতা, কেন
আজ নিজেকে এই এত অভিমানে পুড়ানো!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD