রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

সময় কাটে পাণ্ডুলিপিতে -হাসনাইন সাজ্জাদী

সময় কাটে পাণ্ডুলিপিতে -হাসনাইন সাজ্জাদী

সময় কাটে করোনাকালে
পাণ্ডুলিপিতে
-হাসনাইন সাজ্জাদী
।।
করোনাকালে আমি সেই শুরু থেকেই সময়টাকে পাণ্ডুলিপি তৈরির কাজে লাগাতে চেয়েছি।কিছু কাজ আগের করা ছিল আর কিছু কাজ করোনাকালেরই।
১.’জাপান ভ্রমণলিপি’
২০১৯ খ্রিষ্টাব্দে অর্ধেক লেখা ছিল।সম্প্রতি তা শেষ করেছি।
২.’কবিতার ইতিহাস
চর্যাপদ থেকে বিজ্ঞানযুগ’
পূর্বে এক প্রুফ করা ছিল।এবার ফাইন্যাল প্রুফ দেখলাম।
৩.’কবিতায় বিজ্ঞান ও অ-বিজ্ঞান’
কলকাতায় পাঠানো হয়েছে।
কম্পোজের পর্যায়ে রয়েছে
৪.’বিজ্ঞানধর্ম মননে অন্বেষণে’
এবং
৫.’কবিতাবিজ্ঞান’
উপরোক্ত গ্রন্থগুলো ২০২১ খ্রিষ্টাব্দের মধ্যে প্রকাশের ইচ্ছে।আশা করছি এবার লকডাউন উঠলেই জোরেশোরে প্রকাশনা সম্পন্ন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD