নাম দিয়েছি কনক বাড়ি
-হাসনাইন সাজ্জাদী
।।
শাহবাগের ফুটপাত দিয়ে যুবকের মতো হাটি আমি
স্মার্ট যুবকের হাটাহাটি দেখে পথচারী ভাবে হয়তো
আগেইতো ভাল ছিল রিকশা বাসের নিরব যাত্রী কবি
কেউ কেউ ভাবতে পারে কবির পকেট ফাঁকা হলে
রিকশা তুলে দিবার দাবি জোরদার হয় রাজপথে
করোনাকালের অলস বেলায় তৈরি মেদ ভুড়ি কত যে
বিড়ম্বনার কারণ তা কেউ না বুঝলেও কবিরা বুঝে!
শাহবাগের হাটাহাটিতে কিছু হোক না হোক মেদ ভুড়ির
সামনে একটি লক্ষ্য থাকে কবিদের সিড়ি বেয়ে নেমে পড়া
সামনেই শিল্পের ছোঁয়া নিতে আমিও নেমে পড়ি
বইপুস্তক নিয়ে ব্যস্ত থাকার নাম কনক বাড়ি।
এক শুক্রবার হেটেছিলেন কবি ত্রিদিব দস্তিদার
বায়তুল মোকাররম পল্টন জুড়ে দেখা হয় আমার সঙ্গে সামনে পড়তেই আমি বলি একা হাটে কবি ফুটপাত দিয়ে
নিমগ্ন কবির প্রশ্ন ও আপনি আমার কবিতা পড়েছেন?
আমার তখনো পড়া হয়নি কবিতা এমন কবিতাই এদিন
ছাপা হয়েছিল তার ইত্তেফাক সাহিত্য বাসরে
কর্মক্ষেত্র সংবাদে প্রবেশ করে ফাইল খুলে দেখি।
এটাই কবির সঙ্গে শেষ দেখা তার ক’দিন পরেই কবির প্রস্থান ঘটে
এমন স্মৃতি এখন আর সইতে পারি না পল্টনেও যাই কম
ঠিকানা এখন শাহবাগ কাঁটাবন তারপর কনক বাড়িতো আছেই
নাম দিয়েছি এখন কনক বাড়ি কবিতার স্বার্থেই।
Leave a Reply