রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

নরসিংদীর মাধবদীতে দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর মাধবদীতে দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর মাধবদীতে দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর মাধবদীতে নির্মল দেবনাথ (৪৫) নামে মিষ্টির দোকানের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নে ঘটে এ ঘটনা।
মঙ্গলবার রাতে তার পরিবারের লোকজন বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একা ছিলেন। রাতের কোন এক সময় বেন্টিলেটরের ফাঁকা জায়গা দিয়ে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে তার নিজ ঘরে ঢুকে তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে বলে জানান মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান মিলন।
নিহত নির্মল দেবনাথ কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন গোথালিয়া এলাকার রঞ্জিত দেবনাথের ছেলে। বর্তমানে তিনি মাধবদীর নুরালাপুর ইউনিয়নের দক্ষিণ বিরামপুর এলাকায় নিজ বাড়িতে স্থানীয়ভাবে বসবাস করে আসছে।
নিহতের স্ত্রী জানায় গতকাল সন্ধ্যায় ভাইফোটা দেওয়ার উদ্দেশ্যে তিনি তার তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তার পিতার বাড়িতে যায়। পরে আজ সকাল নয়টায় এসে বাড়িঘরের আসবাবপত্র এলোমেলো ও তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ও পিবিআই নরসিংদী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

#মনিরুজ্জামান
নরসিংদী
০১৭১১৪৫৫৩৭৩
১৫-১১-২৩

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD