নরম চাঁদের আলতো পরাগ
নাজমা বেগম নাজু
নরম চাঁদের আলতো পরাগ
শীতল ঘাসের পর-,
কাটল কি না সন্ধ্যারাতের আঁধার
জানতে কিছুই চাইব না তো।
মনের ঘরে অনেক আলো
মন তো জানে
এটাই শুধু মানি।
অবাক অবাক ঈদের চাঁদে
মন ভরেছি,
হৃদয় এখন চাঁদের আকাশ
পূর্ণ চাঁদের এক জনমের আলো।
এক ফালি চাঁদ
ঈদ আয়োজন
সন্ধ্যামাঠের শিশুকালীন
মুখর কলতান।
যেন অনেক বছর পরে
অনেক যুগের জোছনা পরাগ
মুছায় মনের আঁধার কালো শত।
Leave a Reply