শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

নবাবগঞ্জে পুলিশ পরিচয়ে স্বর্ন ডাকাতি মামলার ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেফতার

নবাবগঞ্জে পুলিশ পরিচয়ে স্বর্ন ডাকাতি মামলার ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেফতার

নবাবগঞ্জে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি মামলার ডাকাতচক্রের ১২ সদস্য গ্রেফতার

নাজমুল হাসান (নবাবগঞ্জ) ঢাকা প্রতিনিধি:

গত ৩০ তারিখে নবাবগঞ্জের আগলা পোস্ট অফিসের সামনে দিয়া জুয়েলার্সের মালিক কৃষ্ণ সাহা প্রতিদিনের মতো তার বাসায় রক্ষিত আনুমানিক ২৪০ ভরি স্বর্ণ, ৪০০ ভরি রুপা ও নগদ ২,৬৫,০০০/- টাকা সহ দোকানে যাওয়ার পথে একটি ডাকাতদল পুলিশ পরিচয়ে ভিকটিমকে গাড়িতে উঠিয়ে মারধর করে তার কাছে থেকে উল্লিখিত মালামালসমূহ ছিনিয়ে নেয়। ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ট্রাফিক-দক্ষিণ জনাব মো: আমীনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জনাব মো: শাহাবুদ্দিন কবীর বিপিএম এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো: আশরাফুল আলম এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা জনাব মো: সিরাজুল ইসলাম শেখ, পিপিএম, মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর জনাব আশফাক রাজীব হাসান ও ইন্সপেক্টর কাজী রমজানুল হক ও অন্যান্য সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি চৌকস দল ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও লক্ষ্মীপুর জেলায় টানা অভিযান চালিয়ে অত্র ডাকাতির সাথে জড়িত ১২ জন কুখ্যাত আন্ত:জেলা ডাকাতকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ডাকাতির লুণ্ঠিত ১৭৭ ভরি স্বর্ণ, ৩৮৬ ভরি রুপা, নগদ ৪৯,০০০/- টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি হাইয়েস মাইক্রোবাস, ২ টি অটো রিকশা উদ্ধার করা হয়।
দোহার নবাবগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান পিপিএম (বার) এর নেতৃত্বে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD