বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

ধন্য জীবন সুধন্য বেশ- হাসিদা মুন

ধন্য জীবন সুধন্য বেশ- হাসিদা মুন

ধন্য জীবন সুধন্য বেশ- হাসিদা মুন

ধন্য জীবন সুধন্য বেশ

এক পেয়ালা মদিরায় জীবন ডোবেনা

ভাসেও না

জান্নাত দরজায় এসে ডাকেও না

ফিরিয়েও দেয়না

মরুঝড় লু হাওয়াতে আসে

আবার তীব্র শীতল করে

শিকারের আশায় মাকড়শা জাল বোনে

আবার ছিঁড়ে যায়

সবুজ শস্যক্ষেত্র একদা সেই হয়ে উঠে

সোনালী আভায়

আদালতের হাতুড়ী তলে কেউ হাত পাতেনা

পাতে মাথা

কবরে কেউ গোলাপ ছড়ায় না

সুরভী ছড়ায় গোলাপ নিজেই

অজান্তে নদীর ঠোঁটে লীন স্বপ্ন ধুয়ে নিয়ে

অমলিন হয় ঠোঁট

আজ পদত্যাগ করে সমগ্র পৃথিবী

অদেখা আগামীকালের কাছে

স্বর্গের নেশায় জর্জরিত হয়ে মর্ত

নরক বানায় অবিরত

উলঙ্গ লজ্জা শহরেই বেশী

ঝোপঝাড়ের আড়াল কম বলে

প্রেম চক্রান্ত করে ভাগ্যের সাথে ভাগ করে নেয় কিছু বিরহ

আহ্লাদের কিছুটা খালি সাম্পানে রাত

চাঁদের জ্যোৎস্না ভরে রাখে

পণ্য বিক্রির আগে নিজ অন্তরের লুকিয়ে রাখে

নিজস্ব মূল্যমান

জন্মালে যোনির রক্ত মেখে থাকে

মরে গেলে তাই ধুইয়ে দিয়ে হয়

বেয়াড়া জলযান ডুবে যায় অস্থিরতায়

স্থির জলযান ডোবেনা

নুড়ির ভিতরে প্রেম ভরা তাই

খুব সহজেই দেয় গড়া

স্বপক্ষে জীবনের গায়ে লাগানো থাকে সময়
পূর্ণ হলেই মেয়াদ শেষ
ধন্য জীবন সুধন্য বেশ ……

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD