এক পেয়ালা মদিরায় জীবন ডোবেনা
জান্নাত দরজায় এসে ডাকেও না
মরুঝড় লু হাওয়াতে আসে
শিকারের আশায় মাকড়শা জাল বোনে
সবুজ শস্যক্ষেত্র একদা সেই হয়ে উঠে
আদালতের হাতুড়ী তলে কেউ হাত পাতেনা
কবরে কেউ গোলাপ ছড়ায় না
অজান্তে নদীর ঠোঁটে লীন স্বপ্ন ধুয়ে নিয়ে
আজ পদত্যাগ করে সমগ্র পৃথিবী
স্বর্গের নেশায় জর্জরিত হয়ে মর্ত
উলঙ্গ লজ্জা শহরেই বেশী
আহ্লাদের কিছুটা খালি সাম্পানে রাত
পণ্য বিক্রির আগে নিজ অন্তরের লুকিয়ে রাখে
জন্মালে যোনির রক্ত মেখে থাকে
বেয়াড়া জলযান ডুবে যায় অস্থিরতায়
নুড়ির ভিতরে প্রেম ভরা তাই
স্বপক্ষে জীবনের গায়ে লাগানো থাকে সময়
পূর্ণ হলেই মেয়াদ শেষ
ধন্য জীবন সুধন্য বেশ ……
Leave a Reply