দুঃখের শিরোনাম
হাসনাইন সাজ্জাদী
।।
ঠোঁটগুলো ছোঁয়া বারণ করোনামহামারিতে
চোখগুলোও ছোঁয়া নিষেধ চলছে স্বাস্থ্যবিধিতে
দূরে থাকা দূরের জানালায় চোখ রাখা যায়
কাছাকাছি পৌঁছা যাবে না সবকিছু এখন যদিতে।
এমন দুর্দিনে গোলাপেরও দুঃখ হয়
এমন নিদারুণ পৃথিবী এখন নিশ্চুপ রয়
তবু সুবাস ছড়ায় গোলাপ দশদিক
মানুষের হাতে স্যানিটাইজার গন্ধ বয়।
চোখের পাপড়ি নাচে নাচে টোলপড়া গাল
রক্তিম হয় একা একা ঘামে ভেজা কপাল
মানুষ সামাজিক প্রাণ বুক ভরা আবেগ
কবিতায় ছুটে চলা মানুষের সময় স্ববেগ।
বৃক্ষেরা পাতা ঝরায় রাত্রিদিন দুঃখে
বাতাস ভারি হয় নেই আর বুঝি রক্ষে
আকাশ থেকে নামছে গাঙচিল নামছে বৃষ্টি ঝড়
চারদিকেই সটান শুয়ে পড়া পৃথিবী ভাঙে কড়মড়।
Leave a Reply