শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

দুঃখবিলাস -নাহার শিমু

দুঃখবিলাস -নাহার শিমু

দুঃখ বিলাস।
নাহার শিমু।।
লীলাবতী কথন।।
।।
আমার শরীর টা জানে,
আমার এই হৃদয়ে কতটা ক্ষত আছে এ বুকে।

সীমা হীন নিরবতা নিস্তব্ধ নিঝুম চারিদার ঘুমহীন রাত।

আমার জীবনটাকে কতটা পুড়িয়ে দিয়েছে
সেটা সে হয়তো আনতাজ করতে বা
বুঝতে পারছে না আমি আর কতটা পোড়াই নিজেই নিজেকে।

আমি কখনো বুঝনি তুমি,
আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলবে
আর আমার ভেতরটাকে এভাবে পোড়াবে ।

আমি আজ কয়েক দিন ধরে নিথর পাথর হয়ে গেছি
আমিও তো মানুষ
একটা মানুষ কতটা দুঃখ কতটা কষ্টে ক্ষতবিক্ষত হতে পারে

যায় কাছে সুখ চেয়েছে
সে তাকে আগুনের কুণ্ডলীতে ফেলে দিয়েছে
কতটা কষ্ট পেলে কতটা ক্ষত করলে আমাকে কবর নিতে পারে !!

সেই ব্যবস্থা করে দিয়েছে দুঃখ এ বুকে আর কতো সইবে দুঃখ আর এ বুকে কত জমবে দুঃখ জমতে জমতে বুকের ভিতর স্তব পরে গেছে !!

একদিকে সুখ ভাসিয়ে দিয়ে
অন্যদিকে দুঃখকে ভাসিয়ে দিয়ে কখনো একজন মানুষ ভালো মানুষ হতে পারে না।

সুখ বিলাসে এত শান্তি তাহলে
দুঃখ-বিলাসের দিকে তাকানোর কি দরকার ছিল।

সুখ বিলাসিত অনেক ভালো
তাহলে সুখ বিলাসী থাকত জীবনে
দুঃখ বিলাসকে কেন সঙ্গী করা হলো ।।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD