শনিবার, ২৭ Jul ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

তোমরা কি লোম-মার্কা কবিতা লিখো কবি?-হিলারী হিটলার আভী

তোমরা কি লোম-মার্কা কবিতা লিখো কবি?-হিলারী হিটলার আভী

” তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি ”
—- হিলারী হিটলার আভী

তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি?
তোমাদের কবিতায় ধন নেই, মন নেই, জনও নেই!

তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি?
তোমাদের কবিতায় ধান নেই, প্রাণ নেই, গানও নেই!

তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি?
তোমাদের কবিতায় জোট নেই, ভোট নেই, কোর্টও নেই!

তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি?
তোমাদের কবিতায় অতীত নেই,
বর্তমান নেই,
ভবিষ্যৎও নেই!

তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি?
তোমাদের কবিতায় রুটি নেই,
ছুটি নেই,
ঐ হারামখোরদেরকে টুঁটি টেপাও নেই!

তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি?
তোমাদের কবিতায় মেহনতিদের মুখে হাসি নেই,
বিদ্রোহীর মুখে প্রলয়শিখা বাঁশি নেই,
দেশদ্রোহীর মুখে কণ্টক-ফাঁসিও নেই!

তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি?
তোমাদের কবিতায় সে নেই,
তুমি নেই,
আমিও নেই!

তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি?
তোমাদের কবিতায় ক্ষুদিরাম নেই,
সূর্যসেন নেই,
প্রীতিলতাও নেই!

তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি?
তোমাদের কবিতায় ঐ লাহোর প্রস্তাব নেই,
আগরতলা ষড়যন্ত্র মামলা নেই,
জর্জ হ্যারিসনও নেই!

তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি?
তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি?
তোমরা কী লোম-মার্কা কবিতা লিখো কবি…!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD