তুমি আজও আছো…. কাদম্বরী…
আজকে কেমন সকাল থেকে
আকাশটা থমথমে
মন বলছে একটু পরেই
বৃষ্টি হবে খুব….
ঈশান কোনে মেঘ জমেছে
কালো আঁধার নামে
সূর্য কেমন মেঘের ফাঁকে
দিয়েছে আজ ডুব….
আজকে কেমন উদাস হয়ে
মন হারিয়ে যায়
মাঝে মাঝে কুয়াশা এক
দিচ্ছে মনে নাড়া….
একটা মানুষ শুন্য প্রাণে
একলা ঘরে শুয়ে
কারোর কোনো ডাকেও তবু
দিচ্ছেনা যে সাড়া…..
ঠিক বুঝেছো, বলছি আমি
কাদম্বরীর কথা
যাঁর প্রেরণায় রবিঠাকুর
হয়েছিলেন কবি…..
গীতবিতান, গীতাঞ্জলি
সবখানেতেই তিনি
ছন্দে, সুরে, কবিতাতে
কেবল তাঁরই ছবি……
সত্যি বলো, ভালোবাসা
এমনই কি হয় ?
আঘাত হানে বারেবারে
হৃদয় ভেঙে যায়…..
আবেগ উজাড় করেও তবু
হতাশ করে মন
তবে কি এই ভালোবাসা
এমন অসহায়?…..
আজও কতো কাদম্বরী
কাঁদছে ঘরে ঘরে
কতো নারী দুঃখ নিয়েও
ফোটায় মুখের হাসি….
আজকের কোনো রবি এসে
বোঝে কি সেই ব্যথা?
জড়িয়ে নিয়ে বুকের মাঝে
বলে?… ভালোবাসি…..
বিষের কৌটো ছুঁড়ে ফেলে
নিজের মতো বাঁচো
তোমার জীবন অমূল্য যে
বুক ভরে নাও স্বাস….
রবি ছিলেন.. তাইতো আজও
আছেন কাদম্বরী
তোমার ব্যথায় লিখবেনা কেউ
এমন ইতিহাস…..
অগ্নিশিখা ঝুমঝুম…..
কবিতাটির নামকরণে পাশে থেকেছে দুই বান্ধবী Anuradha Mazumder ও Sarmita Roy…. আমার ছবিটি তুলেছেন দাদা Swapan Ray
Leave a Reply