ও তীরে যাওয়ার বেশ ইচ্ছে,
ঝাউয়ের কিনার ঘেঁষে, হেমন্তের তাঁরা ভরা রাতে,
এক বাঙালী পুরুষের প্রেমে পড়েছি.!
ঘুরেছি সে সৌন্দর্যের নীল স্বপ্ন বুকে করে, — রূঢ় কোলাহলে গিয়ে তারে খুঁজি ফিরি –
আমি পথ চেয়ে তাহার আজো অপেক্ষা করি।
সে আসে নি কো ক্ষনিকের জন্য এ তীরে,
কখনো হয়নি হাত ধরা,হয় নি চোখে চোখ রাখা,
হয়নি কখনো গোলাপের লেনা-দেনা..!
এতো শতো না হওয়ার ভীরে,
মন-কে মন বেশ নিয়েছে ছিনে।
__✍️:বৃষ্টি
Leave a Reply