শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

তিন দিনের ট্যুরিস্ট মেলায় টুরিস্ট পুলিশের সরব উপস্থিতি

তিন দিনের ট্যুরিস্ট মেলায় টুরিস্ট পুলিশের সরব উপস্থিতি

স্টাফ রাইটার।।
“আটাব’ কতৃর্ক আয়োজিত ০৩ (তিন) দিন ব্যাপী ‘BITTE-২০২২’ মেলায় ট্যুরিস্ট পুলিশের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।গতকাল ০১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার ATAB (Association Travel Agents of Bangladesh ) কতৃর্ক ‘BITTE-২০২২’(Bangladesh International Travel and Tourism Expo) মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুব আলী, মাননীয় মন্ত্রী,বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লোকমান হোসেন (সিনিয়র সচিব) এক্সিকিউটিভ চেয়ারম্যান বিডা; জনাব মোঃ মোকাম্মেল হোসেন (সচিব) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়; জনাব কাজী এনামুল হাসান, এনডিসি (সচিব) ধর্মবিষয়ক মন্ত্রালয়; জনাব আলী কাদের, চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশন; এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিবিপি , বিএসপি, বিইউপি, এনডিইউ, এ এফ ডব্লিউসি.পিএসসি চেয়ারম্যান, বাংলাদেশ সিভিল এভিয়েশন কতৃপক্ষ; জনাব আবু তাহির মোহাম্মদ জাবের, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ এর অতিরিক্ত আইজিপি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি ট্যুরিস্ট পুলিশ ঢাকা, জনাব বিধান ত্রিপুরা পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি ট্যুরিস্ট পুলিশ রাজশাহী-রংপুর ডিভিশন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি তার বক্তব্যে বলেন, পর্যটন শিল্প জিডিপিতে ব্যাপক অবদান রাখছে। বাংলাদেশ পর্যটন সম্ভাবনার দেশ। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে। অতিরিক্ত আইজিপি সম্মানিত অতিথিদের নিয়ে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং মেলায় আগত দেশী -বিদেশী দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন। আগামী ০৩/১২/২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা হতে রাত্র ৮.০০ ঘটিকা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD