তিনটি বই আসছে গ্রেট সেপ্টেম্বরে
।।
সেপ্টেম্বরে আসছে তিনটি বই।সেপ্টেম্বরকে আমি বলবো গ্রেট সেপ্টেম্বর বলবো।”জাপান ভ্রমণলিপি” আসছে আমার প্রকাশনা সংস্থা “পূর্বাপর” থেকে। “কবিতা বিজ্ঞান”।সেতো আসছে কবি বদরুল হায়দারের “কবিতাচর্চা” থেকে।আর “কবিতায় বিজ্ঞান অ-বিজ্ঞান” আসছে কলকাতার “অক্ষরবৃত্ত প্রকাশন” থেকে।প্রথম দু’টির প্রচ্ছদ করেছেন শিল্পী উত্তম সেন আর শেষটির প্রচ্ছদ করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর। তাদেরকে ধন্যবাদ…
Leave a Reply