তারবেলা কী যায় বলা?
-হাসনাইন সাজ্জাদী
।।
একটি জীবন এত সংগ্রাম
এত জীবন একটি সংগ্রাম
মরতে মরতে বেঁচে যাওয়া
বাঁচতে বাঁচতে মরতে বসা
তার বেলা তার বেলা
কী যায় বলা?
সামনে হাটা পেছনে হাটা
দিনে হাটা রাতে হাটা
এইসব ঝুটঝামেলা
হাটাহাটি ছুটাছুটি সবই একদম
তারবেলা তারবেলা
কী যায় বলা কী যায় বলা?
মানুষের মধ্যে মানুষের বাস
মানুষের মধ্যে অমানুষ চরিত্র
অমানুষের মধ্যেও মানুষের জন্য
রয়েছে কিছুটা অনন্য
তারবেলা তারবেলা
কী যায় বলা?
গাছপালা পুষ্টি নেয় মাটি থেকে
মানুষের জন্য পুষ্টি থাকে গাছবৃক্ষে
ফলফসলে শাকসব্জীতে
ডালভাতে মানুষ নেয় পুষ্টি
তারবেলা তারবেলা
কী যায় বলা কী যায় বলা?
Leave a Reply