স্টাফ রাইটার।। ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে ইতিহাসে প্রথমবার ঘটা করে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন করা হয়। গতকাল ৫ অগাস্ট সকাল ১০ টায় টিডিএস পুলিশ সুপার ট্রেনিং অফিস সম্মুখে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম প্রচেষ্টায় টিডিএসে প্রথমবার শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। এই সময় ট্রেনিং শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে মোহাম্মদ আব্দুল হালিম এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর উপর আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় শেখ কামাল এর জীবন ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রবন্ধ পাঠ করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে একজন বীর মুক্তিযোদ্ধার জন্মদিনে আমার স্টাফদের মাঝে উনার ভূমিকা তুলে ধরতেই এই আলোচনা সভার আয়োজন।
Leave a Reply