জয়বাংলা স্লোগানে
————————–
ফারুক প্রধান
ছোপছোপ রক্তের দাগ
বিন্দু বিন্দু জলীয় কণা
টপটপ শব্দে
ফোটায় ফোটায়
কালছে ধুলিকণা
মিশে যায়নি।
ঘাতকের হিংস্র বুলেটে
রক্তমাখা শবদেহ
সিঁড়ি বেয়ে
গড়াতে গড়াতে
নির্বাক দৃষ্টিতে
ঢোলে পড়েন
স্বদেশর মাটিতে।
বাংলার মানচিত্রে
রক্তের নোনতা ফোটা
টানাটানা রেখা
উজ্জ্বল নক্ষত্রের
দীপ্তিময় আলোকচ্ছটা
সূর্যের আড়ালে
বঙ্গবন্ধুর মুখচ্ছবি
ভেসে উঠে।
জাতি আবার জেগে উঠে
সাহসী পদক্ষেপে
মুষ্টিবদ্ধ পতাকা হাতে
জয়বাংলা স্লোগানে।
Leave a Reply