জোয়ার ভাটার খেলা
… মাসুদ রানা
এই যে নদী এই যে স্রোত
জোয়ার ভাটার খেলা,
মাছ শিকারে সকাল বিকাল
কাটছে জেলের বেলা।
নদীর বুকে পাল তোলা নাও
মাল্লারা টানে দাঁড়,
নদীর তীরে সবুজ প্রকৃতি
মিশে একাকার।
অথৈ জলের তা থৈ ধ্বনি
দূর থেকে বহুদূর,
মাঝির কন্ঠে আসছে ভেসে
ভাটিয়ালী সুর।
নদীর তীরে পল্লী বধু
কলসি কাঁখে জল,
ঠোঁটের কোনে মিষ্ঠি হাসি
করছে টলমল।
নদী মাতৃক রূপসী বাংলা
শ্যামল সবুজে ঘেরা,
বাংলা মায়ের রুপ লাবন্য
সকল দেশের সেরা।
Leave a Reply