বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

জুড়ীবাসীর এক হবার দিন

জুড়ীবাসীর এক হবার দিন

জুড়ীবাসীর এক হবার দিন
-হাসনাইন সাজ্জাদী

একাত্তর আমাদের আকাশ।একাত্তর আমাদের মুক্তির স্বাদ।একাত্তরে বিজয়ী বাংলাদেশ এখন লড়ছে সোনার বাংলার জন্য সোনালি প্রজন্ম তৈরিতে।মাদকের সর্বনাশা ছোবল থেকে রক্ষা এবং সবার জন্য একটি অরাজনৈতিক প্লাটফর্ম গড়ে তোলা এখন সময়ের দাবি। এ দাবিতে জুড়ীবাসীর ঐক্যবদ্ধ যাত্রালগ্নে আমিও শুভকামনা করছি ‘একাত্তর ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা’র জন্য।সুদূর আমেরিকা থেকে আমার অতি প্রিয় ভাই,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও সমাজকর্মী এডভোকেট সিরাজুল ইসলাম ৩ সেপ্টেম্বর অভিষেকে উপস্থিত থাকতে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এমন সর্বজনীন আয়োজনে আমন্ত্রণ না পেলেও যোগদান জরুরি। ইচ্ছে থাকলেও ৩ সেপ্টেম্বরের আয়োজনে উপস্থিত থাকা কঠিন হবে।আগামীতে সকল আয়োজনে সাধ্যমত উপস্থিত থাকার ইচ্ছে শতভাগ পোষণ করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD