নক্ষত্র । সাহিত্য বিষয়ক কাগজ। সম্পাদনা করেছেন কবি মামুন রশীদ। “সাহিত্য সবার জন্য” এই বিষয়কে উপজীব্য করে শিল্প-সাহিত্য-সংস্কৃতির পত্রিকাটি ১ম সংখ্যা জুন মাসে বেরিয়েছে।
গদ্য, গল্প, অণুগল্প, ছড়া, কবিতা, ভ্রমণ, নাটক, চলচ্চিত্র, অনুবাদ, ফ্যাশন, ব্যক্তিত্ব, বই আলোচনা, স্মরণ, সঙ্গীত, রান্না, খেলা, স্বাস্থ্য জিজ্ঞাসা দিয়ে সাজানো হয়েছে। পত্রিকাটির পৃষ্ঠা সংখ্যা ১৬০, মূল্য ১০০ টাকা।
ঝকঝকে পরিচ্ছন্ন একটি কাগজ। কোনো বিজ্ঞাপন নেই। প্রচ্ছদে সোনালু আভায় ঝিলিক দিয়ে উঠেছে। আমার ভালো লাগছে একটি নতুন কাগজের জন্ম হওয়ায়। এমন ছোট কাগজ আর সাহিত্য পত্রিকায় ভরে যাক দেশের সব জেলা উপজেলা।
শুভ কামনা রইল, মামুন ভাই। সামনে এগিয়ে যান। পত্রিকা পাঠানোর জন্য অনেক ধন্যবাদ।
Leave a Reply