শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

ছুটির দিনের ছড়া – জানে আলম মুনশী

ছুটির দিনের ছড়া – জানে আলম মুনশী

ছুটির দিনের ছড়া-

শিশু সাহিত্য
খোকার রাগ
-জানে আলম মুনশী

কার্তিকের এই ভর দুপুরে-
ঝিলপাড়ের ঐ তাল-পুকুরে-
গাছের ছায়ায় ভাসছে মাছ-
ঝিলের পাড়েই তালগাছ।

খোকন সোনা বসে আছে-
তালগাছটার তলে,
বোবা কান্নায় কাঁদছে সোনা-
ভাসছে চোখের জলে।

তালগাছে চড়ুইর বাসা-
ফুরুত ফুরুত করে,
খোকন সোনা রাগ করেছে-
ভাত খাবে না ঘরে।

কেন খাবে না কেন যাবে না-
আজকে কোন কাজে,
কে বুঝাবে লক্ষ্মী ছেলের-
রাগ করা কী সাজে?

সবাই এখন ব্যস্ত কাজে-
রাগ ভাঙ্গাবে কে?
ফোকলা দাঁতে আসছে খোকন-
পিছন ফিরে চেয়ে।

লেখক: জানে আলম মুনশী।
ঢাকা, ২৭/১০/২২

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD