চুলের রঙে সফেদ ছোঁয়া
নীলিমা শামীম
হঠাৎ করে দেখতে পেলাম বয়স কম নয়তো!
কপাল জুড়ে সাদা চুলে হলাম ভীষণ চিন্তিত । আনন্দিত মন হঠাৎ ধোঁয়াসায়, পরিপূর্ণ বয়স চোখেমুখে লেপ্টে গেছে কালিমা বিষন্ন।
হৃদয় অন্তর তোলপাড় তুলে ভুলের জীবন গড়া
ছাদের উপর ঘাসফুলে ভাবনা দুচোখ ভরা।
মিতালী বেঁধে রপ্ত বৈষম্য বার্ধক্য ছুয়েছে জড়াই।
বয়সের ভারে ন্যুব্জ জীবন হলো অতিষ্ঠময়
চোখের চারিপাশ কুচকে কালো ছোপ
মাধুরী মিশিয়ে নেইতো চেহারায় কোভিট তাড়নায়। কেশের ভাঁজে হয়না ধন্য পাড়াপড়শি দেবর নাতি শাড়ির আঁচলে উদাসীন হয়না রচনা বিলাসী ভাবী।
কুচকে গেছে পুরু টোলপড়া তুলতুলে শাঁসি গাল তৈলাক্ত দেহের সংঘর্ষ বেঁধেছে প্রৌঢ়তা যৌবনে। অনীহার সৃষ্টি হবে কেনো আজি যুগ যুগান্তর ধরে নীতিপ্রথা চালু করেছে বিধাতা সৃষ্টি উনার শ্রেষ্ঠত্ব। মানিয়ে নেবার প্রচলন আছে হৃদপিণ্ড বরাবর
ধপাধপ করি তব ইচ্ছাগুলি পরওয়ার দেগার যাহা চায়।হাতের স্পর্শে স্ফুলিঙ্গ ছুটে না অগ্নিতে তোলপাড়।
বিষন্ন অন্তরে কেদে উঠে অযথা নিশ্বাসে নেই বিশ্বাস।
Leave a Reply