আমার স্বপ্বের ঘোড়ামারা
ঘোড়ামারায় আবার হলুদ চাষ।১৪০ টি বিভিন্ন জাতের আম গাছ।আমের পর পেয়ারা গাছে ধরছে প্রচুর পেয়ারা।এবার তিন গাছে লিচু ধরেছিলো মাত্র ১০ টি,বেড়া তেমন নেই।অর্থাভাবে পরিকল্পিত উদ্যোগ নেয়া যায়নি।জায়গার পরিমাণ ২ একর।
কলাগাছ ছিলো ২০০।নষ্ট হয়ে গেছে। আবার লাগাবো।
ঢাকা থেকে টাঙ্গাইল এরপর ঘাটাইলের হলুদ টিলার বনভূমি এই ঘোড়ামারা।অপরূপ সৌন্দর্যের সাথে নৃতাত্ত্বিক মান্দি জনগোষ্ঠীর বাস।পরিকল্পিত উদ্যোগ নিতে পারলে ভালো আয় করা সম্ভব।ঢাকা থেকে ৩ ঘন্টার রাস্তা।প্রচুর সবজি হয়। পাশে অনেক পেঁপে বাগান।পোল্ট্রি ডেইরি ফার্মের উপযুক্ত স্থান। একটা সুখী বৃদ্ধপল্লীসহ স্কুল করার স্বপ্ন দেখি।
আমার গ্রামের পাশেই এই টিলা ।পৈতৃক জমির সাথে কিছু যোগ করেছি।লেবুর বাগান যত্ন না করায় গরু ছাগলের অত্যাচারে নষ্ট।একসময় প্রচুর লাউ কুমড়া ও ১০০০ পেঁপে লাগিয়েছি।কিন্তু বাণিজ্যিক ভাবে করা হয়নি।
বেড়ানোর মতো জায়গা।পেছনে বিশাল ফরেস্ট এলাকা।
Leave a Reply