শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

গোলাপ কলিতে -হাসনাইন সাজ্জাদী

গোলাপ কলিতে -হাসনাইন সাজ্জাদী

গোলাপ কলিতে
-হাসনাইন সাজ্জাদী
।।
আলো হয়ে ছড়ানো তার গোলাপ
বিছানা জুড়ে গোলাপ হয়ে ছড়ানো আলো
হাসিতে জড়ানো তার গোলাপ গোলাপে জড়ানো হাসি
সবই যেনো ভিক্টোরিয়া ওকাম্পো।
ভিক্টোরিয়া ওকাম্পোর যুগ আমি পাইনি
আমি দেখেছি গোলাপ হাসির সেই বৃক্ষ
গোলাপের মত যার অবয়ব ঝরে পড়ছে প্রতি রাতে গোলাপি বিছানায়
যেমন গোলাপ বাগান জুড়ে ফোটে শুধুই গোলাপ
যে বৃক্ষ আলো হয়ে ফুটে বিছানা জুড়ে জড়িয়ে থাকা গোলাপ জন্মায়
সে বৃক্ষে ভ্রমণ জুটে পীপিলিকাও ছুটে প্রজাপতিও বসে
কী নামে ডাকবে আমাকে প্রজাপতি পাখনায় ভ্রমর ওড়ে না
গোলাপের কদর আমি জানি তোমার হয়তো তা নেই জানা।
বিছানায় ছড়ানো হাত পা হাতের নোখ পায়ের আঙুল
মাথার এলোকেশ যেদিকেই ছড়িয়ে রাখ তার সবই গোলাপ কলি।
সুবাসে সুবাসে গোলাপ খ্যাতি পায় জগৎময়
গোলাপে গোলাপে জগৎ ভরে আছে নয়ন জুড়ে
তাইতো গোলাপকে আমি আলো বলি
আলোতে খুঁজি গোলাপ শীতের বিছানায় টাটকা সবজি
গোলাপ রান্না হয় কি তোমার উনুনে গোলাপ কি রান্না হয় কে জানে?
আমি জানি গোলাপের সুবাস
এ সুবাস ছড়ানো থাক বারোমাস।

এই সংবাদটি শেয়ার করুনঃ

One response to “গোলাপ কলিতে -হাসনাইন সাজ্জাদী”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD