গাজীপুরের কামার জুরিতে বৃষ্টির জন্য নামাজ আদায়
নাজমুল হাসান( গাজীপুর জেলা প্রতিনিধি)
অসহনীয় তাপমাত্রার অতিরিক্ত গরমে অতিষ্ঠ রাজধানীসহ দেশের সব কটি জেলার জনজীবন।দেশের বিভিন্ন জেলায় তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহ বিরাজমান। এতে খেটে খাওয়া মানুষ সীমাহীন কষ্ট ভোগ করতে হচ্ছে। সকল জেলার মতোই কয়েক দিনের প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত কামারজুরী গাজীপুরের সিটিতে বসবাস রত মানুষের জীবন।দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল। অনেক নিচে নেমে গেছে পানির স্তর।কোথাও কোথাও দেখা দিয়েছে পানির সংকট। ইতোমধ্যে রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে নগরবাসী।বৃষ্টির আশায় কামারজুরী সাহেব বাড়ি মসজিদ বাগেআলার মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১০:৩০টায় খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে কামারজুরী এলাকার প্রায় ৪ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মুফতি মইন উদ্দিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ বিষয়ে মুফতি মইন উদ্দিন বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে।বৃষ্টির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে তার কাছে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের আর কোন উপায় নেই। চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকা অর্থাৎ পানির জন্য দোয়া বলা হয়। ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কবুল করবেন এবং অবারিত ধারায় বৃষ্টি ঝরে পড়বে গাজীপুরসহ বাংলার জমিনে।
Leave a Reply