বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

গর্জে ওঠ আর একবার : মাহমুদা সুলতানা

গর্জে ওঠ আর একবার : মাহমুদা সুলতানা

আকাশে কালো মেঘের ঘনঘটা।
চিল শকুনের উড়াউড়ি।
৭১ নেমে এসেছিল শকুনের ঝাঁক
বাংলার কুলাঙ্গারের কাঁধে ভর করে
রক্তের গঙ্গা বয়ে গেল।
সেই রক্ত পিপাসু শকুনের সাথে বড় বেশি মাখামাখি।
আমার জাতীয় সংগীত বদলে দিতে চায় ,
আমার মানচিত্র খাবলে খেতে চায় কুলাঙ্গারের দল।
আমার জাতীয় পতাকা ছিঁড়ে দিতে চায়।
মুখে তুবড়ি ফোঁটে উর্দু অনার্গল।

ত্রিশ লক্ষ শহীদ চিৎকার করে বলছে,
কোথায় আমার কর্ণধার ,
জেগে ওঠ, শক্ত হাতে ধরো হাল।
কোন শকুন যেন বাংলার আকাশে ঢুকতে না পারে।
আরো বেশি সাবধান দেশি শত্রু কুলাঙ্গারদের থেকে।
পাগলা কুকুরের মত দিকবিদিক ছুটাছুটি করছে পূব থেকে পশ্চিমে।
বাংলাদেশ তাদের স্বপ্ন নয় বরং
পরাধীনতার শৃঙ্খল কন্ঠে পরে থাকতে চায়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা তোমাদের জানাই সালাম।
তোমাদের উত্তর সরি আছে অতন্দ্র প্রহরী,
বাংলা মায়ের এক ইঞ্চি জমি ছাড় নয় লক্ষ জীবনের বিনিময়।
আর একবার গর্জে ওঠো বাংলাকে শিয়াল ,শকুন ,কুলাঙ্গার মুক্ত করে দিতে।
ধীক সে কুলাঙ্গার সমস্ত ঘৃণা তোমাদের তরে।
[০১-০৬-২০২৪]
# আকাশ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD