রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
জুড়ীর অজ্ঞাত শহিদ শুয়ে আছেন শিলচরে,মুক্তিযুদ্ধ ৭১।নিউজ শিলচর স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে গবেষক এস এম শাহনূরের জন্মদিন পালন ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে ৮ সপ্তাহের সার্জেন্ট নবায়ন সার্টিফিকেট কোর্স শুরু মুয়াজ্জিন হত্যা চেষ্টা মামলার আসামি অগ্রিম জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি বঙ্গবন্ধুকে ট্রাফিক পুলিশের হৃদয়ে ছড়িয়ে দিতে নানা আয়োজন অদ্ভূত প্রেম।।ফেরদাউসী কুঈন জেনারেল আতাউল গণি ওসমানীর জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা -বায়েজীদ মাহমুদ ফয়সল টিডিএস গ্রান্ড কল্যাণ ও জাতীয় শুদ্ধাচার বিষয়ক সভা অনুষ্ঠিত তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন বেলাবোতে বিএমইউজে’র কমিটি গঠিত। আলি সভাপতি আলমগীর সম্পাদক
কোনাবাড়ী থানায় ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কোনাবাড়ী থানায় ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কোনাবাড়ী থানায় ভোক্তা অধিকারের অভিযানে, দুই প্রতিষ্ঠানকে জরিমানা।

নাজমুল হাসান( গাজীপুর জেলা)প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ী থানায় ভোক্তা অধিকারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করে। কোনাবাড়ী থানা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পাশে সুরমা হোটেলে ১০ হাজার টাকা জরিমানা করে।

(২০) জুলাই বৃহস্পতিবার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়,
সুরমা হোটেলে খাবার রাখার আশেপাশে ময়লা অস্বাস্থ্যকর পরিবেশ ও বাশি খাবার, সুরমা হোটেলে বিক্রি করা হয়। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ধারায় সুরমা হোটেলে ১০,০০০/= টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার, সহকারী পরিচালক মোঃ দিদার হোসেন।

অপর দিকে এশিয়ান ফার্মাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান করে নেশা দ্রব্য ড্রাগস পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ সূত্রে জানা যায়, উক্ত প্রতিষ্ঠানের ড্রাগস এর লাইসেন্স না থাকায় এশিয়ান ফার্মাতে, গাজীপুর জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সহকারী পরিচালক, মোঃ দিদার হোসেন ২০০৯ এর মাদক দ্রব্য আইনে ৫২ ধারায়, ( দুই) হাজার টাকা জরিমানা করে।

এই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক, মোঃ দিদার হোসেন আমাদেরকে জানান সুরমা হোটেলে খাবারের অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়, ও এশিয়ান ফার্মাতে কিছু পরিমাণ নেশা দব্য ড্রাগস ঔষধ পাওয়া যায়, তাই তাদের বিভিন্ন ধারায় দুই প্রতিষ্ঠানকে ১২,০০০/= টাকা জরিমানা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD