কাচের চুড়ি -রুপা খানম
কাচের চুড়ি রিনিঝিনি কালো মেয়ের লম্বা চুলে দুলে বেণী,কাশবন হাওয়ায় উড়ে উদাস মনটা আমার ভরে।গগন পাড়ে অনাবিল রুপের ছটা।ছড়ায় আজ বৃষ্টি ফোটা।নদীর জল ঘোলা হলেও জাতের মেয়ে কাল ভাল।
দূর হতে ভেসে আসা রিনিঝিনি রেশমি চুড়ির শঙ্খিত অন্ত্যমিল,প্রজাপতির মত পাখা মেলে ,চোখ তার আটকে গেল।স্বপ্ন দোয়ার খোলে আজ,তারে যেন চিনি মনের দামে।ঘ্রাণ ভরা বকুল গন্ধে আটপৌরে শাড়ির মাঝে অঙ্গে ছড়ায় রঙ্গ ঢঙ্গে ,মুগ্ধ সে বালক বাঁশির সুরে হৃদয় হয় জলাঞ্জলী।।
রঙ-বেরঙের কাচের চুড়ির মুগ্ধ হাসির রিনি ঝিনি।ঝুমকা দোলে কানের লতি হাসিতে যেন মুক্তমতি ।থমকে দাড়ায় রাখাল বালক তোমায় আমি একটু চিনি, মনের মধ্যে সমুদ্র অতলে খুজে ফিরি অলিগলি।তুমি বুঝি সেই মোর দূরদেশিনী শুন গো সোনাররণ মেয়ে তোমায় বলি।
Leave a Reply