শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সেলাই মেশিন প্রদান

কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সেলাই মেশিন প্রদান

মো. সোহাগ (বিশেষ  প্রতিনিধি) : পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমাল’র আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের বিকল্প জীবিকায়নের লক্ষ্যে হতদরিদ্র পরিবারকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন সহায়তা দেয়া হয়েছে।বিনামূল্যে এসব সামগ্রী সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো: রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মো: হুমায়ুন কবির, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া প্রমূখ।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ, কলাপাড়ার প্রকল্প ব্যবস্থাপক সিলভেস্টার মিখায়েল মধু। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর পরিবর্তন প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার নীলগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের হতদরিদ্র ১৬ পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়।
পূর্বাপর/০৪/০৬/২০২৪/আকাশ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD