করোনাকাল
আয়েশা মুন্নি
ভোরের ঘুম চোখেও
বুক জুড়ে চাপা কষ্টের অনুভূতি।
ঘুম ঘোরে দেখা স্বপ্নগুলো
পলকে বিলীন হয়েছে ।
দিনের পর দিন গড়িয়ে,
মাসের পর মাস বছর গড়িয়ে যাচ্ছে।
অসুস্থ পৃথিবী।
না তো!
পৃথিবী তো সুস্থ।
সুস্থ পৃথিবীর আলো বাতাস।
কেবল অক্সিজেন সংকটে মানুষ।
অসুস্থ আজ পৃথিবীর মানুষ।
শ্বাস-প্রশ্বাস অসুখ,
ভালো থাকায় অসুখ, অনিশ্চিয়তার দ্বিধা দ্বন্দ্বে বসবাস
আসমানী যমদূত পৃথিবীর কাছে মৃত্যু পর মৃত্যু বলি চাইছে!
রূহ দরকার তাঁর!
হে অদৃষ্ট,
সব সুখ কেড়ে নিয়েই কি তবে তুমি
কিছু দম ফেলে রেখে যাবে পৃথিবীতে?
হে দমের ব্যপারী,
আর কত রূহ চাই তোমার?
Leave a Reply