শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

কবি শামসুর রাহমানের মহাপ্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য-হাসনাইন সাজ্জাদী

কবি শামসুর রাহমানের মহাপ্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য-হাসনাইন সাজ্জাদী

কবি শামসুর রাহমানের মহাপ্রয়াণ দিবসে
।।
শামসুর রাহমান আধুনিক বাংলা কবিতার প্রধান কবি।তিনি পদ্য থেকে কবিতাকে পৃথক করার কাজটি করা সহ আমাদের বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে ছিলেন।স্বাধীনতার কবিতা,স্বৈরাচার বিরোধিতা,নূর হোসেন,ডা.মিলন প্রভৃতি বার্নি ইস্যুতে তিনিই একমাত্র অগ্রগামী কবি।বাংলাদেশের দুর্যোগ,দুঃসময়ের কবি হিসাবে তিনি আমাদের পথ প্রদর্শক।কবিতায় নাগরিকতার চর্চা করে তিনি কবিতায় আধুনিকতা সম্পন্ন করেন।যখন লোকজ উপমা ব্যবহার করে কিছু কিছু কবিরা আধুনিক কবিতার মান নষ্ট করে বাংলা কবিতাকে পিছিয়ে দিচ্ছিলেন তখন তিনি শব্দ বিন্যাসে ছিলেন আপোষহীন।তার কাছে পরাস্ত হয়ে সেই কবিরা পরে বাঁচার জন্য ধর্মকে বেছে নেন।আর ধার্মিকরা তাদের জন্য হয়ে উঠেন রক্ষাকবচ।কিন্তু এককভাবে তিনি নাগরিক শব্দের জন্য আপোষহীন থেকে আজ প্রতিষ্ঠা পেয়েছেন বাংলা সাহিত্যের প্রধান কবি হিসাবে।জনপ্রিয় কবি হয়েও আজ অনেকে লোকজ কবি।তারা আধুনিক কবি নন।
আজ আমরা বিজ্ঞান কবিতার যে কাজটি করছি তা সম্ভব হচ্ছে আধুনিক কবিতার পথ তিনি মসৃণ করে গিয়েছেন বলে।না হলে কবিতার কাটামোগত বিভ্রান্তি দূর করা সম্ভব হত না।
আজ তাঁর মহাপ্রয়াণ দিবস।দিবসে তাকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD