অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সুদীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে যিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি বিশিষ্ট কবি ও গীতিকার খোশনুর আপা। বর্তমানে অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের প্রধান উপদেষ্টা।
কবি ও গীতিকার খোশনুর আপা প্রতিটি কবিতার অনুষ্ঠানে দুই একটি কমন কথা বলতেন।
১) আমরা সুসময়ে এক থাকতে না পারলেও দুঃসময়ে এক হয়ে থাকবো।
২) কবিতা হলো সত্য সুন্দর শান্তির জন্য।
খোশনুর আপা একজন উচ্চ মানবিক চেতনার মানুষ।
আপার শরীরটা একটু অসুস্থ। আমরা আপার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আমিন।।
Leave a Reply