বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

কবি ও সমাজকর্মী প্রসপারিনা সরকারের শাইনিং পার্সোনালিটি এওয়ার্ড-২০২৩ লাভ

কবি ও সমাজকর্মী প্রসপারিনা সরকারের শাইনিং পার্সোনালিটি এওয়ার্ড-২০২৩ লাভ

সমাজকর্মী প্রসপারিনা সরকারের শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড -২০২৩ লাভ

আজ ১৯/০৬/২০২৩ ইংরেজি তারিখে সমাজকর্মী প্রসপারিনা সরকার শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২৩ পেলেন। তিনি একজন খ্যাতিমান লেখকও।কেন্দ্রীয় কচিকাঁচার আসর মিলনায়তনে সমাজকর্মী প্রসপারিনা সরকারকে অনেকের সংঙ্গে এ সম্মাননা প্রদান করা হয়।”মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে স্বাধীনতা সংসদ।তাদের বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানে প্রদান করা হয় এ সম্মাননা৷
(প্রেস বিজ্ঞপ্তি)

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD