বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

কবি ও কথাসাহিত্যিক গোবিন্দ ধর বাংলাদেশ ও আসাম থেকে সাহিত্য সম্মাননা পেলেন

কবি ও কথাসাহিত্যিক গোবিন্দ ধর বাংলাদেশ ও আসাম থেকে সাহিত্য সম্মাননা পেলেন

কবি ও কথাশ্রমিক গোবিন্দ ধর বাংলাদেশ এবং আসাম থেকে সম্মানিত

আগরতলা :স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনা আয়োজিত বর্ষব্যাপী সাহিত্য সংস্কৃতি উৎসবের অঙ্গ হিসেবে ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩ অনুষ্ঠিত হয় গত ৬-৭ অক্টোবর। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক দেবব্রত দেব। প্রধান অতিথি চিত্রশিল্পী স্বপন নন্দী। অনলাইনে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যক্ষ রামকুমার মুখোপাধ্যায়, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী,প্রকাশনা মঞ্চের সভাপতি প্রাবন্ধিক নিয়তি রায়বর্মন,কথাসাহিত্যিক জহর দেবনাথ, কবি হাসনাইন সাজ্জাদী, কবি মিতা দাস পুরকায়স্থ, বুক সেলার্শ ও পাবলিশার্স এসোসিয়েশনের সম্পাদক রসগল্পকার রাখাল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল আওয়াল,এবং মানুষ প্রকাশনীর আনোয়ার কামাল, আমিরুল ইসলাম, প্রকাশনা মঞ্চের সম্পাদক বিজন বোসসহ আরো একঝাঁক সহযোগী ও কবি সাহিত্যিক।অনুষ্ঠানে বাংলাদেশের এবং মানুষ প্রকাশনীর পক্ষে আনোয়ার কামাল তুলে দিলেন গোবিন্দ ধরের হাতে এবং মানুষ সাহিত্য সম্মাননা:২০২৩।বাংলাদেশ থেকে পাণ্ডুলিপি প্রকাশনী প্রদান করেন কবি দিলওয়ার পাণ্ডুলিপি সাহিত্য সম্মাননা:২০২৩,পূর্বাপর প্রকাশনীর পক্ষে হাসনাইন সাজ্জাদী তুলে দিলেন কবি শামসুর রহমান সাহিত্য সম্মাননা:২০২৩,মজুমদার পাবলিক লাইব্রেরীর পক্ষে তুলে দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরস্কার :২০২৩,ধীরেন্দ্রনাথ দত্ত সম্মাননা :২০২৩,কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা :২০২৩,হুমায়ুন আহমেদ সম্মাননা :২০২৩ এবং আসাম থেকে নতুন দিগন্ত প্রকাশনীর পক্ষে মিতা দাস পুরকায়স্থ তুলে দিলেন কবি শক্তিপদ ব্রহ্মচারী স্মৃতি সম্মাননা :২০২৩।গোবিন্দ ধর এক প্রেস বিবৃতিতে এই সম্মাননা ও পুরস্কারগুলো স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনার শুভানুধ্যায়ীর প্রতি উৎসর্গ করে জানিয়েছেন সাহিত্যের প্রতি দায় ও দায়িত্ব আরো বাড়লো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD