কবির অমিল
হাসনাইন সাজ্জাদী
।।
কিছু কবি পালিয়ে বেড়ায় জীবন থেকে নারী থেকে
আবার পরের নারীকে নিজের ভেবে কাটিয়ে দেয়
তাদের সাথে জীবনটাকে
কিছু কবি কাটিয়ে দেয় জীবনটাকে মিথ্যার সাথে
পঁচাত্তর পরবর্তী অন্ধকারকে সঙ্গী করে
সামরিক সরকার ও তার পত্নীকে কুর্নিশ করে।
কিছু কবি পালিয়ে বেড়ায় সংগ্রাম থেকে যুদ্ধ থেকে
মনে মনে সংগোপনে স্বপ্ন আঁকে
যৌবন যার যুদ্ধে যাও আমি আছি ঘুমিয়ে থাকি নারীর সাথে
এমনি করে কত কবি মিথ্যা স্বপ্নে বিভোর থেকে
অন্যকেও স্বপ্ন দেখায় মিথ্যাচারে।
স্বপ্ন দেখিয়ে পালিয়ে থেকে
জাতীয় চেতনায় কবি হওয়া যায় কী?
নজরুলের বিদ্রোহী কবিতা আজ শতবছরে
জেলজুলুম বুকে নিয়ে নজরুল আজ জাতীয় কবি
স্বপ্নে কর্মে মিল না হলে সৎ কবি হওয়া যায় না।
কিছু কবি এমনি এমনি জুয়া খেলে আর মাল খায়
তাদেরকে মেলানো যায় না কোনোদিনই
জাতীয় চেতনায়।
কিছু কবি শিশুদের মূর্খ বানাতে উদাসীন করে
কাঁঠাল চাপার গন্ধে তাদের ঘুমপাড়াতে চায় যে
মানুষ হতে কেউ যদি শিখতে চায় লেখাপড়া
অমনি কবি অভিমানী বলে সে পাখি হবে বন্য হবে।
কিছু কবি এমনি এমনি জাতীয় চেতনায়
ইচ্ছে করেই বিভ্রান্তি আর মিথ্যা ছড়ায়
এমন কবিরা থাকবে কেন মূলধারায়?
তাইতো এরা বিশ্বাস হারায় মুক্তিযুদ্ধের চেতনায়
মিলের চেয়ে অমিল বেশি কবির অমিল মানা যায়?
যায় না মানা এসব কবিদের চিনে রাখা চাই
মুক্তিযুদ্ধ আর জাতীয় চেতনায় কবিদের ছাড় দিতে নাই….
Leave a Reply