শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

কবিতার ফেরিওয়ালা -শেলী সেলিনা

কবিতার ফেরিওয়ালা -শেলী সেলিনা

কবিতার ফেরিওয়ালা

কবিতার ফেরিওয়ালা
শেলী সেলিনা

ফরমালিন,কার্বাইড মুক্ত বেশকিছু কবিতা আছে, লকডাউনের কারনে আমের দামে বেঁচবো
নি:সন্দেহে কিনতে পারেন, ঠকবেননা
লকডাউন শিঘ্রই খুলে যাবে, এদামে পাবেননা!
তখন কবিতার জন্য হাহুতাশ ক’রে
বহুদামে কিনতে হবে, সস্তা কবিতা!
এ ঠকা ঝিকঝক বলের মতো
আপনার চোখের সামনে ভাসবে!
ঘুমাতে পারবেননা, সস্তা কবিতার যন্ত্রণায়
মন্ত্রের মতো বাজবে আপনার কানে সস্তা কবিতার স্তবক!
আধুনিক কালের প্রশস্ত বিদূষী নারীর মতো, আপনার দিকে তেড়ে আসবে,অ-কবিতা!
তাই সময় ফুরানোর আগেই কিনে নিন,
সস্তায় বেশ কিছু ভাল কবিতা!
এই কবিতা গুলোর জন্ম উচ্চবংশে,
গভীরতা থাকবে অথচ খুবই সরল!
পাঠক হিসেবে আপনি বিমোহিত হবেন!
কবিতার ব্যবসা আমরা তিনপুরুষ ধরে করছি!
বর্তমানে নকল ও করোনার পৃথিবীতে এই কবিতা, আপনাকে প্রশান্তি দেবে!
বকুল তলায় না গিয়েও বকুল ফুলের ঘ্রাণ দেবে!, বকুল ফুলের ‘মা’ হবার কাহিনী দেখাবে বায়োস্কোপে!
যে মনে কখনো প্রেম জাগেনি তাকে মজনু বানিয়ে ছাড়বে!
সংসারে লাইলি মজনু হওয়াতেই লাভ!

এই কবিতাগুলো ফ্রিজে রাখবেন না,
জানালার কাছে, যেখানে বাঁশঝাড় দেখা যায়, সেখানে সাজিয়ে রাখবেন!
দেখবেন হাসনাহেনার গন্ধ, চাঁদের মাতাল রং বিনাশর্তে আপনাকে এনে দেবে!
এই কবিতার মতো আপনি অনুরূপ কবিতা লিখতে পারবেন!
ভাল কথা, আপনাদের তো বলাই হয়নি-
কবিতার সাথে আমরা কিছু ই মেইল এড্রেস দিচ্ছি, পাঠিয়ে দেবেন কবিতা, তবে পত্রিকাগুলোর সাথে ভাল সম্পর্ক রাখা জরুরী !

প্রাণপ্রিয় কবিতা গুলোকে ফেরিওয়ালা ঘাড় থেকে নামায়, গামছা দিয়ে মোছে, ঝাকায় সাজায়, গ্রাহকের কাছে কবিতার প্রশংসা করে –
কেউ, কেউ মনোযোগ দিয়ে শোনে,
আলু, পটল ও পাঁচমেশালী মাছের মতো নেড়েচেড়ে দেখে!
তারপর ফেরিওয়ালাকে হতাশ করে দিয়ে বলে –
আজ না, ঘরে বেশকিছু কাচা কবিতা আছে, সেগুলো শেষ হলে কিনতে আসবো!
আপনি এখানেই থাকবেন তো??
ফেরিওয়ালার তখন চোখ ঝাপসা,
অনিচ্ছাকৃত ভাবে উত্তর দেয়,
‘আমাদের ঠিক নেই ‘
ভাল কবিতার খোঁজে কখনো আকাশে যাই, পাতালে যাই, পৃথিবীর সব সুঘ্রাণযুক্ত ফুলের কাছে যাই, মাঝে, মাঝে ধুতুরা ফুলের কাছেও খোঁজ করি কবিতার!!
মিশরে গিয়ে ইউসুফ নবীর রূপের কাহিনী শুনে কবিতা সংগ্রহ করি!
কখনো গুপ্তচর হয়ে সারাবিশ্ব ঘুরে কবিতা সংগ্রহ করি।

প্রায় ত্রিশ মিনিট গ্রাহককে বোঝানোর পরও একটি কবিতাও বেঁচা হয়না কবিতার ফেরিওয়ালার!
ফেরিওয়ালার ঘিয়ে রঙের গোলগাল ঝাকাটিতে যত্নে পড়ে থাকে বেশকিছু ভাল কবিতা, কবিতা মাপার আধুনিক যন্ত্র!
ফেরিওয়ালা পুনরায় ঘাড়ের গামছা দিয়ে মুছে কবিতাগুলোকে পরিষ্কার করে, অপেক্ষা করে ভাল কবিতা, ভাল গ্রাহকের হাতে পৌঁছাতে….

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD