কবিতাবিজ্ঞান উৎসর্গ মুহম্মদ নূরুল হুদা ভাই,প্রকাশক কবিতাচর্চা
।।
অনেক দিন ধরেই ভাবছি জাতিসত্তার কবি,শ্রদ্ধেয় মুহম্মদ নূরুল হুদা ভাইকে একটি বিজ্ঞান কবিতা বিষয়ক বই উৎসর্গ করবো।কারণ অতিশয় স্নেহের সুরে তিনি আমার সঙ্গে বিজ্ঞান কবিতার বিষয়ে ভিন্নমত পোষণ করেন।এক মঞ্চে দেখা হলে তিনি প্রায়ই বলেন ‘বিজ্ঞান কবিতার বিষয়ে আমি সাজ্জাদীর সঙ্গে ভিন্নমত পোষণ করি’।বন্ধুরা উৎসাহ দিয়ে বলে হুদা ভাই দ্বিমত পোষণ করলেও এটা পজেটিভ।তারমত চিন্তাশীল মানুষকে মাথায় রেখে আরো লিখুন।আমি তখন শুরু করি ‘কবিতাবিজ্ঞান’ লেখার কাজ।এখন তার প্রুফকাটা চলছে। মাঝপথে অফার পেয়ে গ্রন্থটি ভারতের প্রকাশনা সংস্থাকে প্রকাশের জন্য দিতে ইচ্ছেপোষণ করলেও এখন ফাইনাল সিদ্ধান্ত হলো ‘কবিতাবিজ্ঞান’ ‘কবিতাচর্চা’ থেকেই বেরুবে।কারণ বদরুল হায়দার ভাইর অনুসারীদের সংখ্যা সারা দেশে কয়েক হাজার।তারা শাক্ত ধারার কবি।তাদের দখলে বাংলাসাহিত্যের একটি বড়ো অংশ।কবিতাকে তারা গডগিফটেড মনে করেন।কবিতায় বিজ্ঞানচর্চা তাদের অপছন্দ।তারাও ভাবেন কবিতা সিদ্ধিজাত শিল্প।আর আমাকে তারা পাগল,মুর্খ অথবা বর্বর ভাবেন।আমি তাদের বিরোধিতাকে নিয়ন্ত্রণ করতে তার হাউজ ‘কবিতাচর্চা’
থেকে কবিতাবিজ্ঞানের প্রকাশ এবং হুদা ভাইকে উৎসর্গ করার গৌরব অর্জন করতে চাই…
Leave a Reply