কনীনিকা
টুপুর কবীর
সমগ্রতায় আচ্ছন্ন লৌকিক
অপার ভূবন অলীককল্প?
স্বপ্নদ্রষ্টা বাঁচি নিয়ত, আপ্রাণ,
সৌন্দর্য্যের নান্দনিক উষ্ণতায়।
বিমূঢ মোহে আবদ্ধ দেহসৌষ্ঠব,
কাঙ্খিত কাল পৌরানিক রূপে
ভেসে যেতে চায় পাললিক স্রোতে,
প্রেম দূর্ণিবার, উত্তাল মানব, নির্জীব
ভাড়ে ন্যুজ ক্যানভাসে আঁচড় পড়েনা
বিমোহিত মন, শূন্যকরপুটের রেখা
প্রকট হয়, একটা সময় ইন্দ্রজাল
কেটে যায় সব , বর্ণ উষর হয়,
মোহমায়া প্রেম, কাম, উষ্ণতায়,
সাবলীল স্বাচ্ছন্দ্য ছেড়ে অবলীলাল
দেহ পড়ে থাকে জাগতিক রূঢতায়!!
স্তব্ধ কনীনিকায় কোন আবির পেলব নয়!!
Leave a Reply