কথা ছিলো কথা রবে
বাপ্পি সাহা
তোমার এক একটি স্বপ্ন
একটি বাস্তবতার চেতনা।
তোমার এক একটি অমর বানী আমার অনুপ্রেরনা
পথ চলাকে করে সুগম্য।
ইতিহাস সৃষ্টি হয়, হয়েছিলো কত ইতিহাস
হবে আরো ইতিহাস বাংলার বুকে।
কালের ক্রমে ইতিহাস জ্বলমল করে,
লাল সবুজের পতাকায়।
অস্তিত্বে বঙ্গবন্ধু
জয়বাংলা জয়বাংলা সত্তার স্বপ্ন।
কালে কালে তোমার নামেই ধ্বনিত হবে জয়বাংলার স্বপ্ন।
লাল সবুজের স্বর্গধামে শুধু তোমারই নাম বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
তোমার নামেই পতাকা উড়ে
জ্বলে জয়বাংলার শিখা।
তোমার নামেই ভোর হয়
তোমার নামেই ঘুম ভাঙ্গে মুক্তির সংগ্রামে।
তোমার নামেই ফুল ফুটে সবুজ শ্যামল বাংলায়।
কথা ছিলো কথা রবে, কালে কালে
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
Leave a Reply