মধ্যরাতে মাইকিং করে যাচ্ছে একটি মৃত লোক
—একটি সুখ সংবাদ!
সদ্য বিবাহিত দম্পতির ঘর থেকে ঊল্লাসে ভেসে আসছে বেলুন ফাঁটার শব্দ
দেয়ালে কান পেতে আছে অজস্র লোক
অথচ সুখের বদলে শোক হবে এটুকু ভুল শুধরে দিয়ে কেউ দিতে আসে নি কবরে এক মুঠো মাটি
সে দুঃখে বুকের ভেতর ক্ষত নিয়ে চিতায় শুয়ে মলম লাগালাম বুকে
এমন দৃশ্য দেখে আশপাশে হাসছে অসংখ্য বেওয়ারিশ লাশ
মৃত্যু মিছিলে শোক কে সুখ ভেবে মদ খায় ডোম
বাসর ঘর থেকে ভেসে আসছে নবজাতকের কান্নার স্বর
—একটি সুখ সংবাদ
এক গাল হেসে দিল দেয়ালে কান পাতা লোক
অথচ পাশ থেকে খসে পড়লো একটি তাঁরা
প্রিয় মানুষ টাও করে নি তার শোক!
—অরবিন্দ লাহড়ী
Leave a Reply