একটি ভাষন ও একটি উত্থিত তর্জুনী
সামসুন্নাহার ফারুক
—————————————-
সোহরোয়ার্দী উদ্যানের জনসমুদ্রে
উত্থিত তর্জুনীই সেদিন
খুলে দিল আলোর দুয়ার
সম্মিলিত জনতার শিরায় শিরায়
জ্বেলে দিল অগ্নি শপথ
বারুদগন্ধী ঘ্রাণে তৈরী হলো
এক শক্তিশালী মারণাস্ত্র
শিকড়ের সন্ধানে শুরু হলো
ইতিহাসের সুবর্ণ অধ্যায়
আজ আর কাউকেই তোয়াক্কা করেনা তারা
স্বাধীকারের মন্ত্রে উজ্জীবীত তেজোময়
মুক্তির নেশায় সঞ্জীবীত তারা দ্রোহের কবিতায়
অনাপোষী প্রতিরোধে হৃদয়ের প্রতিবাদে
মুজিবের ভাষনের বজ্রকন্ঠী অনুনাদে
কেঁপে উঠলো ছাপ্পান্ন হাজার বর্গমাইলের
পলল সমভূমী
চিরায়ত চেতনায়
দীপ্তিমান প্রতিশ্রুতির তর্জুনি ঈশারায়
একটি ভাষন, একটি উত্থিত তর্জুনি
ঘটিয়ে দিল বিশাল বিপ্লব
পৃথিবীর মানচিত্রে আঁকা হলো
একটি স্বাধীন জাতির অভ্যুদয়
আবার হাসবে ওরা,আবার বা়ঁচবে ওরা
ধ্বংসস্তূপে আবারো শোনা যাবে
জীবনের জয়গান
মৃত্তিকার শরীরে স্বাধীন পতাকার
শাশ্বত অধিষ্ঠান
চোখে যার মুক্তির নেশা
তাকে যায়না দাবিয়ে রাখা
বারুদের স্তূপে একটি দেশলাই কাঠিই যথেষ্ট ।
ঢাকা, ২৬–০৭–২৩
Leave a Reply