বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

একটি ছোট্ট গল্প–রাম ও রহিম…ঝুমঝুম ব্যানার্জী

একটি ছোট্ট গল্প–রাম ও রহিম…ঝুমঝুম ব্যানার্জী

একটি ছোট্ট গল্প– রাম ও রহিম…

ছোট্ট রহিম ডেকে বলে
এই দেখে যা রাম
তোর জন্য এনেছি আজ
কাঁচামিঠা আম….

দৌড়ে গেল রাম
শুনে বন্ধুর সেই ডাক
কাছে গিয়ে দুই শিশুতে
হলো হতবাক…..

হাত বাড়িয়েও তবু তারা
পেলোনা নাগাল
মাঝখানে যে অনেকটা ওই
কাঁটাতারের জ্বাল…..

রহিম ভাবে এই কাঁটাতার
জমির পরিমাপ
যেমন বেড়ায় তাদের জমি
ঘিরেছে তার বাপ…..

রাম ভাবে এই টপকে বেড়া
আমটি নেবো হাতে
তারপরেতে মনের সুখে
খেলবো দু’জনাতে….

বাসা তাদের অনেক দূরে
পাবেনা কেউ খুঁজে
কাঁটাতারের বেড়া তারা
ডিঙ্গালো চোখবুজে…..

হঠাৎ করে দূরের থেকে
শব্দ এলো…. দুউমম
রক্তে গেল মাটি ভিজে
নামলো চোখে ঘুম…..

দুই দেশেরই রক্ষীর দল
দৌড়ে এলো কাছে
দেখলো দুটো ছোট্ট শিশু
লুটিয়ে পড়ে আছে……

চেনেনা যে তাদেরকে কেউ
করলোনা সন্ধান
বুঝলো শুধু একটি হিন্দু
অন্য মুসলমান….

কোন শিশুটির কোন সে ধর্ম
বুঝবে কেমন করে
দুইটি বালক রক্তে ভিজেও
হাত দুখানি ধরে….

দুই সীমান্ত রক্ষী মিলে
ছাড়িয়ে নিলো হাত
কোথায় গেল ধর্ম তাদের
কোথায় গেল জাত….

চুপিসারে ঘটলো এসব
এলোনা খবরে
রহিম গেল চিতায়
আর রাম গেল কবরে….

স্বর্গে কোনো ধর্ম তো নেই
ধর্ম যে দুই দেশে
তাই স্বর্গে হলো রাম রহিমের
মিলন অবশেষে…..

অগ্নিশিখা ঝুমঝুম….

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD