শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

এই তো আমরা – শামস চৌধুরী রুশো

এই তো আমরা – শামস চৌধুরী রুশো

এই তো আমরা - শামস চৌধুরী রুশো

নতুন প্রজন্মের অনেকেই হয়তো বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম‍্যাগাজিন অনুষ্ঠান ” যদি কিছু মনে না করেন” সম্পর্কে জানবে না! তবে জনপ্রিয় ম‍্যাগাজিন অনুষ্ঠান ” ইত‍্যাদি “-র নন্দিত উপস্থাপক হানিফ সংকেত-কে চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। হানিফ সংকেত-এর অভিষেক হয়েছিলো ” যদি কিছু মনে না করেন ” -এর উপস্থাপক ফজলে লোহানী-র হাত ধরে। সেসময় ‘যদি কিছু মনে না করেন’ -এ নিয়মিত অভিনয় করতেন চিত্রশিল্পী, অভিনেতা, কার্টুনিস্ট মামুন রিয়াজী। এখন তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। লক্ষ কোটি নয়, একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান ” এই লক্ষ্যেই ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠা করেছেন সেবামূলক প্রতিষ্ঠান ‘ এই তো আমরা ‘।

আরো পড়ুনঃ সিনেমার ভাষায় অভিনয়-জামাল উদ্দিন দামাল

বিশিষ্ট ব‍্যক্তিত্বদের নিয়ে ‘এই তো আমরা ‘ নিয়মিত লাইভ অনুষ্ঠান করে যাচ্ছে। মামুন রিয়াজী-র পরিচালনায় ও সঞ্চালনায় ১০ম পর্বে বিশিষ্ট ব‍্যক্তিদের সাথে আমারও অংশগ্রহণের সুযোগ হয়েছিল। অনুষ্ঠানের শুরুতে রিয়াজী ভাই ঘোষণা দিয়েছেন, আমি অতিথিদের মধ্য থেকে যেকোনো একজনের স্কেচ আঁকা শুরু করবো এবং অনুষ্ঠানের শেষের দিকে তা প্রদর্শন করবো। ভাগ্যক্রমে আমিই ছিলাম সেইজন যার স্কেচটা তিনি এঁকেছিলেন। অনলাইনে বিভিন্ন যান্ত্রিক সমস্যার মধ্যেও কী নিখুঁতভাবে তিনি এঁকেছেন! ১০০℅ অর্গানিক স্কেচ! তিনি শুধু এঁকেছেন তা নয়, চমৎকার সুন্দর ফ্রেম করে সুদূর ক্যালিফোর্নিয়া থেকে নিউইয়র্কে পাঠিয়েছেন আমার কাছে।

অসংখ্য ধন্যবাদ মামুন রিয়াজী ভাই! অসীম কৃতজ্ঞতা!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD