শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

উকূল বিধ্বস্ত নদ-নদীর পানি বৃদ্ধিতে নিন্মাঞ্চল প্লাবিত

উকূল বিধ্বস্ত নদ-নদীর পানি বৃদ্ধিতে নিন্মাঞ্চল প্লাবিত

মোঃ সোহাগ (দক্ষিণাঞ্চল প্রতিনিধি): পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে রবিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি এবং বাতাসের গতিবেগ বাড়তে থাকায় মানুষের মধ্যে কিছুটা আতংক দেখা দেয়।বেলা ১১ টারদিকে হঠাৎ করে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অপেক্ষাকৃত নিম্নাঞ্চল অনেকটা প্লাবিত হয়ে যায়। এতে বাসা-বাড়ী,দোকান -পাটে  ঢুকে পড়েছে পানি। বিশেষ করে ওয়াপদা বেড়িবাধেঁর বাইরে শত শত পরিবার পানির কারনে বাড়ী-ঘর ছেড়ে সড়কের উপর আশ্রয় নিয়েছিল।এদিকে,বেলা দেড়টার দিকে পৌরশহরের ইসমাইল হোসেন তালুকদার টেকনিক্যাল কলেজ সংলগ্ন এলকায় মৃত বাদল  চন্দ্র ডাকুয়ার বসতঃবাড়ীর উপর একটি চাম্বল গাছ পড়ে বাড়ীটি বিধ্বস্ত হয়ে যায়। এসময় বাদল ডাকুয়ার মেয়ে চৈতি ডাকুয়া (১৪) গুরুতর আহত হয়। তাকে তার মা  গাছের নিচ থেকে টেনে হেচড়ে বের করেছে বলে চৈতী ডাকুয়ার ভাই চয়ন ডাকুয়া জানিয়েছেন।পৌরশহরের পুরান বাজার এলাকার গৌতম চন্দ্র হাওলাদার জানান, তার বাড়ীতে জোয়ারের পানি  ঢুকে পড়ায় সকল আসবাবপত্র ভিজে গেছে।অপরদিকে, কলাপাড়া থেকে সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। রিমেলের প্রভাবে পৌরশহরে মানুষের আনাগোনা ছিল কম, রিক্সা, অটোরিকশা তেমন একটা দেখা যায়নি। মানুষ ছিল অনেকটা ঘড় মুখো।

এদিকে সিপিবির সদস্যরা রবিবীর সকাল থেকে সাইরেন বাজিয়ে ১০ নাম্বার মহাবিপদ সংকেত জানিয়ে দেয় এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। অপরদিকে,ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসন সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

# আকাশ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




themesbazar_brekingnews1*5k
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD