ইলশেমতি কথা
মুহাম্মদ মনিরুজ্জামান
বোশেখ এলো ইলিশ কোথায়
গিন্নি দিলো হাঁক;
কী আর বলি, বাজার গরম
হৃদয় পুড়ে খাক!
চারটি প্রাণি চারটি পুঁটি
এই এনেছি ধরো
মাসের শেষে মায়না কতো
হিসেব কি তার করো?
পান্তাভাতে পুঁটি ভাজার
স্বাদ ভুলিনি আজো
মনে মনে ইলিশ ভেবে
এগুলোই আজ ভাজো।
বাপ-দাদারা খায়নি ইলিশ
বাঙালি কি ছিলো না;
বৈশাখের নাম করে এখন
নতুন কালচার গিলো না।
পান্তাভাতে মরিচ ডলে
নিত্য যারা গিলে
এসো সাজি খাস বাঙালি
তাদের সাথে মিলে।
ইলিশ ছাড়া কাটলে বোশেখ
বাঙালিত্ব যায় না
তাদের কথা ভাবো যারা
তিনবেলা ভাত পায় না।
ইলশেমতি কথা তোমার
মন ভেজানো বোল
মনের রঙে বোশেখ রাঙাই
এসো বাজাই ঢোল।
১০-০৪-২০২৩
Leave a Reply