ঈদের ছুটি
—————-
ফারুক প্রধান
ঈদের ছুটি চলছে গাড়ি
মানুষ না হয় ছুটছে বাড়ি।
নতুন জামা পড়বে সবে
বাবা বাড়ি ফিরবে কবে।
সকাল বিকাল সন্ধ্যা বেলা
মোড়ের কাছে দাঁড়ায় ঠেলা।
বাসের হর্ণ বাজছে যখন
দিকবিদিক ছুটছে তখন।
ইস্টিশনের রেল গাড়িটা
বাজায় বাঁশি ঘড়ির কাঁটা।
আসবে যখন বাবার গাড়ি
তাকিয়ে থাকে পথের সারি।
মনটা ব্যাকুল মানছে না কিছুই
এইতো বুঝি আসলো সবই।
ফিরলো যখন বাবা বাড়ি
ঈদের ছুটির আনন্দটা ভাগ করি।
Leave a Reply